Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় চক্ষু অপারেশন ক্যাম্প

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৪, ৬ মার্চ ২০২১

দুপচাঁচিয়ায় চক্ষু অপারেশন ক্যাম্প

ভুক্তভোগীদের চোখ পরিক্ষা করা হচ্ছে।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকার আয়োজনে ও বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় চক্ষু অপারেশন ক্যাম্প করা হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে তালোড়া পৌরসভার সভাকক্ষে এ ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোশারফ হোসেন মুন্সি সেলিম, ব্যবসায়ী আব্দুল কাদের চৌধুরী, রুহুল ইসলাম ফাউন্ডেশনের উপদেষ্টা নবিউল ইসলাম নয়ন। চক্ষু শিবিরে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন চক্ষু প্যারামেডিক্স জেমস রজত মারান্ডি ও নজরুল ইসলাম আতিক। 

 স্বল্পমূল্যে অপারেশনের ব্যবস্থা করতে এ ক্যাম্পে চোখে ছানিপড়া রোগীদের বাছাই করা হয়েছে।