Joy Jugantor | online newspaper

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৯, ২৩ জানুয়ারি ২০২৬

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় আব্দুল জব্বার (৭২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের কাটাবাড়ি মোড় এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার সরদারপাড়া এলাকার মৃত সাফি উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে নজিপুরের দিকে যাচ্ছিলেন আব্দুলজব্বার। পথে কাটাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তারমোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেপার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালককেআটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগতব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।