Joy Jugantor | online newspaper

ধুনটে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিথি

প্রকাশিত: ১৬:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৬:১০, ২৬ সেপ্টেম্বর ২০২২

ধুনটে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

অনুদানের চেক বিতরণ।

বগুড়ার ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তার উদ্যোগে ছয় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব চেক সংগঠনের নেতাদের হাতে তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। এরআগে প্রধান অতিথি উপজেলা পরিষদের ইছামতি হলরুমে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। 

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিকসহ প্রমুখ।