Joy Jugantor | online newspaper

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ১৩:৩৫, ২৪ জুন ২০২২

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি ।

দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধারনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধারনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আগামী ৩৬ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে। তবে আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

Add