
ছবি- জয়যুগান্তর।
বগুড়ার শিবগঞ্জে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে পৌর এলাকার বানাইল মহল্লায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তথ্য সেবা কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে স্থানীয় নারীদের নিয়ে ওঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকে নারীর ক্ষমতায়ন ও অগ্নি নির্বাপন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, ফায়ার সার্ভিস ডিফেন্স শিবগঞ্জ ইউনিটের প্রধান বেঞ্জির হোসেন, তথ্য সেবা সহকারী সানজিদা খাতুন ও রিনা আক্তারসহ প্রমুখ।