Joy Jugantor | online newspaper

নির্বাচন কমিশন আইনের খসড়া অনুমোদন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩১, ১৭ জানুয়ারি ২০২২

নির্বাচন কমিশন আইনের খসড়া অনুমোদন

নির্বাচন কমিশন আইনের খসড়া অনুমোদন।

নির্বাচন কমিশন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মিটিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ ও নির্বাচন কমিশনের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রধান নির্বাচক নিয়োগের ক্ষেত্রে ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার বয়স হতে হবে ৫০ বছর।

তিনি বলেন, একইসঙ্গে ফৌজদারি অপরাধে দুই বছরের সাজা হলে প্রধান নির্বাচন কমিশনার হতে পারবেন না। সেই সঙ্গে রাষ্ট্রীয় কোনো পদে থাকলেও হতে পারবেন না।