Joy Jugantor | online newspaper

প্রতিমা নয়, গর্ভধারিনীর পায়ের নিচে আসন পেতেছে সন্তান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৪, ১১ অক্টোবর ২০২১

প্রতিমা নয়, গর্ভধারিনীর পায়ের নিচে আসন পেতেছে সন্তান

সংগৃহীত ছবি

সাধারণত প্রতিমাকে মাতৃরূপে অধিষ্ঠিত করে পূজা-অর্চনা করেন ভক্তরা। প্রচলিত এই ধারা থেকে বেরিয়ে এবার গর্ভধারিনীর আরাধনা করেছে নোয়াখালীর রাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজায় মা বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা ভালোবাসা আরো গভীর করতেই ছিল এমন আয়োজন।

প্রতিমা নয়, গর্ভধারিনী মায়ের পায়ের নিচে আসন পেতেছেন সন্তানরা। সঙ্গে ফুল দিয়ে পূজার আরো নানা অনুষঙ্গ। সব আনুষ্ঠানিকতা মেনেই মহাষষ্ঠীতে সকাল ১০ টায় মায়ের আরাধনা করেছেন রাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা।

রাজগঞ্জ সনাতন ফাউন্ডেশনের আয়োজনে মা-বাবার সাথে সন্তানের ভালোবাসার বন্ধন আরো দৃঢ় করতেই পূজায় অংশ নেয় অর্ধশতাধিক পরিবার। মায়ের প্রতি ভক্তি স্থাপনের এই দৃষ্টান্ত ছুঁয়ে গিয়েছে সবাইকে।

আয়োজকেরা জানান, মা সন্তানের নাড়িছেঁড়া সম্পর্ক যে সবচেয়ে মধুর এই বিষয়টি আরো একবার স্মরণ করিয়ে দিতেই এমন উদ্যোগ।

দূর্গাপূজায় এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় আয়োজকদের।