Joy Jugantor | online newspaper

কুষ্টিয়ায় প্রতীমা ভাঙচুর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৩, ২২ সেপ্টেম্বর ২০২১

কুষ্টিয়ায় প্রতীমা ভাঙচুর

ছবি : সংগৃহীত

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার একটি মণ্ডপে নির্মাণাধীন কয়েকটি প্রতীমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আইকা যুবসংঘের ব্যানারে প্রতীমাগুলো তৈরি হচ্ছিল।

বুধবার সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় মণ্ডপ কমিটির সদস্যরা। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের আড়ুয়াপাড়া রেললাইন সংলগ্ন হেমচন্দ্র লেনস্থ আইকা সংঘ অস্থায়ী মণ্ডপে আসন্ন প্রতীমা তৈরির কাজ চলছিল।

মণ্ডপ কমিটির সদস্যরা সকালে এসে দেখতে পান সেখানে থাকা নির্মাণাধীন প্রায় সব ক’টি প্রতীমার অংশ বিশেষ ভেঙে ফেলা হয়েছে।

সংবাদ পেয়ে কুষ্টিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।