
সংগৃহীত ছবি
কলম খুঁজতে গিয়ে বরিশালে একটি স্কুলের আলমারি থেকে মিলল দুইশ ব্যালট পেপারের মুড়িপত্র।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্কুলের দপ্তরি কাম নাইটগার্ড মিন্টু বয়াতি আলমিরায় কলম খুঁজতে গিয়ে এগুলো খুঁজে পান।
মিন্টু বয়াতি বলেন, রোববার (১২ সেপ্টেম্বর) স্কুল খুলেছে। তবে এর মধ্যে গত ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিদ্যালয়ে ভোটকেন্দ্র করা হয়েছিল। দুপুরে আলমিরা খুলে কলম খুঁজছিলাম। এ সময় ব্যালট পেপারের মুড়িগুলো পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি প্রধান শিক্ষককে অবহিত করি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল আহসান খোকন জানান, নির্বাচনের শুরু থেকেই অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষকে জানাই, তবে কোনো সুফল পাওয়া যায়নি। এখন ব্যালট পেপারের মুড়িপত্র পাওয়ায় নির্বাচনে অনিয়ম হওয়ার বিষয়টি পরিষ্কার হলো।