Joy Jugantor | online newspaper

নওগাঁয় মহাসড়কে রোগী হেনস্তা: অভিযুক্ত গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৪, ২৩ জানুয়ারি ২০২৬

নওগাঁয় মহাসড়কে রোগী হেনস্তা: অভিযুক্ত গ্রেফতার

নওগাঁয় মহাসড়কে রোগী হেনস্তা: অভিযুক্ত গ্রেফতার

নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১৪ মাইল নামক স্থানে রোগীবাহি অটোরিকশা (সিএনজি) যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও
হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্ত হান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার(২৩ জানুয়ারী) বেলা ১১ টার দিকে বিশেষ অভিযানচালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হান্নান রাজশাহী জেলার মোহনপুর থানার বড়াইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনেরছেলে।এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা সন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদজানিয়েছেন।স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) একজন প্রসূতিকে জরুরী ভিত্তিত্বে অটোরিকশা(সিএনজি) যোগে রাজশাহী নেওয়া হচ্ছিল।

কিন্তু পথিমধ্যে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ১৪ মাইল নামক স্থানেহান্নান ও তার কয়েকজন সহযোগী রোগী বহনকারী অটোরিকশাটি আটকে দিয়ে রোগীর স্বজন ও চালকের সাথে অশোভনআচরণ করে। রোগীর স্বজন বিষয়টি নিয়ে ভিডিও করলে বার বার তাকে নিশেধ করা হয়।ভিডিওতে দেখা যায়- অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে চরম অশোভন আচরণ ও হেনস্তা করছে। এমন একটি ভিডিওসামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজর আসে। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভেরসৃষ্টি হয়।ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রধান অভিযুক্ত হান্নানকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেওজানিয়েছে পুলিশ।খোঁজ নিয়ে জানা যায়- প্রসূতির স্বজন আমানুল্লাহ আমানের বাড়ী মান্দা উপজেলার বড়পই গ্রামে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন- ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হান্নান নামেএকজনকে আটক করা হয়েছে। ঘটনায় ভুক্তভোগী আমানুল্লাহ আমান নাকে একজন বাদী হয়ে অভিযুক্ত হান্নান সহ দুইজনেরবাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ১৪ মাইল স্থানটি নওগাঁ ও রাজশাহীর সীমান্তবর্তী এলাকা। সেখানে
বেশ কিছুদিন যাবৎ তাদের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ ছিল। তারা কখনো মোহনপুর সীমান্তে, কখনো মান্দার সীমান্তেচাঁদাবাজী করতো। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং জড়িতকাউকেই ছাড় দেওয়া হবে না। মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।