
খাবারের সন্ধানে ছুটছে সাদা বক। ছবি-মামুনুর রশিদ মামুন
বগুড়ার বুক চিড়ে প্রবাহিত অন্যতম নদী করতোয়া। নদীর নাব্যতা না থাকলেও আছে বিভিন্ন প্রজাতির পাখিদের আনাগোনা। নদীতে বেশির ভাগেই দেখা মেলে সাদা বকের ঝাঁক। সারাদিন খাবারের সন্ধানে ছুটে বেড়ায় এপার ওপার। রোবাবর করতোয়া নদী থেকে তোলা। ছবি-মামুনুর রশিদ মামুন
দলবেঁধে খাবার খঁজছে সাদা বক। ছবি-মামুনুর রশিদ মামুন
ছবি-মামুনুর রশিদ মামুন
খাবার শেষে গাছে বিশ্রাম নিচ্ছে বকের দল। ছবি-মামুনুর রশিদ মামুন