Joy Jugantor | online newspaper

গাবতলীতে মারপিট করে অর্থ ও মোটর সাইকেল ছিনতাই অভিযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৭, ৩১ জানুয়ারি ২০২৬

গাবতলীতে মারপিট করে অর্থ ও মোটর সাইকেল ছিনতাই অভিযোগ

গাবতলীতে মারপিট করে অর্থ ও মোটর সাইকেল ছিনতাই অভিযোগ

বগুড়ার গাবতলীতে আতাউর রহমান (৪০) নামের এক এনজিওম্যানেজারকে মারপিট করে নগদ অর্থ ও মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগসূত্রে জানা গেছে, গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামের আনছার আলী জায়দারের ছেলে আতাউর রহমান নোবল এডুকেশন এন্ড লিটরেরী সোসাইটি, সারিয়াকান্দীর হাট ফুলবাড়ী শাখায় ম্যানেজার পদে কর্মরত রয়েছেন।৩১জানুয়ারী সকাল সোয়া ৮টায় বাড়ী হতে কর্মস্থলে যাবার পথে গাবতলীর দূর্গাহাটা ইউপির গোয়ালপাড়া ষ্ট্যান্ডে পোঁছামাত্র আগে থেকে লোহার চেইন, লোহার রড ও ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ওঁত পেতে থাকা কতিপয় ব্যক্তি আতাউরের পথরোধ করে।

এরপর আতাউরকে এলোপাতারীভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে মোটর সাইকেল ও পকেটে থাকাপ্রায় ৩১হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।এ ঘটনায় ভুক্তভোগী আতাউর রহমান গতকাল থানায় দূর্গাহাটা ইউপির বঠিয়াভাঙ্গা গ্রামের তোতা মিয়া ও নয়নের নাম উল্লেখ এবং ৫/৬জনকে অজ্ঞাত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মজিবর রহমান জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।