Joy Jugantor | online newspaper

বগুড়া সদরের জোড়গাছায় বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৭, ৩১ জানুয়ারি ২০২৬

বগুড়া সদরের জোড়গাছায় বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বগুড়া সদরের জোড়গাছায় বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বগুড়ার সদরের বিএনটির জিয়া প্রজন্মর দলের বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় বগুড়া সদরে জোড়গাছা বাজারে মহিলা মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৩০) জানুয়ারী সকাল ১১ টায় বগুড়া সদরে জোড়গাছা বাজারে মহিলা মাদ্রাসায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মো;মাসুদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক রিয়াজুল ইসলাম রিয়াজ, সভাপতি, এস এম ওয়াহেদুল ইসলাম, সাধারন সম্পাদক বি এম ওবায়দুর রহমান রেনু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রেজাউল হক,আন্তজাতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,বগুড়া সদরের সভাপতি ইউনুছ আলী,জিল্লুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক রিয়াজুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়্।বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মো;মাসুদ তার ব্যক্তব্যে বলেন,   বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক আপসহীন নেত্রী। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় শাসন ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।দেশের মানুষের অধিকারও মর্যাদা রক্ষায় তিনি বারবার কারাবরণ করেছেন, তবুও আপস করেননি।দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।