Joy Jugantor | online newspaper

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় ছাত্রদলের ৪ নেতা গুরুতর আহত

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১৩:১৩, ৩ মার্চ ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় ছাত্রদলের ৪ নেতা গুরুতর আহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় ছাত্রদলের ৪ নেতা গুরুতর আহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের কামারপাড়া নামক স্থানে সড়ক দুঘর্টনায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪ নেতা গুরুতর আহত হয়েছে।

জানা যায়, রোববার বিকাল ৪টার দিকে মোটরসাইকেল যোগে বাগদা বাজার অভিমুখে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি ট্রাক ছাত্রদল নেতাদের দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে কাটাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব তালুকদার, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু হানিফা আহাদ,শাখাহার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রানা ইসলাম,কামারদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ শেখ সিয়াম গুরুতর আহত হয়।

স্থানীয়রা সড়ক দুঘর্টনা দেখে এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করে।