Joy Jugantor | online newspaper

আহত হয়ে মাঠ ছাড়লেন মেসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪২, ১৫ জুলাই ২০২৪

আপডেট: ০৩:৫৭, ১৫ জুলাই ২০২৪

আহত হয়ে মাঠ ছাড়লেন মেসি

ইনজুরির কারণে মাঠ ছাড়তে হলো মেসিকে। ছবি: টুইটার থেকে নেওয়া

নিজের শেষ কোপা আমেরিকার ফাইনালেও পুরোটা সময় থাকা হলো না মেসির। ইনজুরির কারণে মাঠ ছাড়তে হলো আর্জেন্টাইন মহাতারকাকে। ৬৬ মিনিটে বদলি করা হলো তাকে।

৬৬ মিনিটে বদলি করা হলো তাকে। বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস। কান্নাভেজা চোখে মেসি বিদায় জানালেন মাঠকে।

প্রেসিং করতে গিয়েই পড়ে যান মাঠে। সেখান থেকে আর ফেরা হয়নি মেসির। মাঠের চিকিৎসার পর আর্মব্যান্ড তুলে দিলেন আনহেল ডি মারিয়ার কাছে।

ইনজুরির কারণে মাঠ ছাড়তে হলো মেসিকে। ছবি: টুইটার থেকে নেওয়া

ম্যাচের ৩৭ মিনিটেই মূলত ইনজুরিতে পড়েন মেসি। আক্রমণে যাওয়ার পরেই তাকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইটব্যাক সান্তিয়াগো আরিয়াস। কড়া ট্যাকেলের পর সেখানেই গোড়ালি মচকায় লা পুলগার। এরপরেই ব্যাথানাশক দিয়ে সাময়িক চিকিৎসা চলে মেসির। খেলায়ও ফিরে আসেন খানিক পরেই। প্রথমার্ধ শেষ করেছেন সতর্কভাবেই।