Joy Jugantor | online newspaper

টি-টুয়েন্টিতে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:১৫, ২৬ অক্টোবর ২০২১

টি-টুয়েন্টিতে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

টি-টুয়েন্টি ক্রিকেট প্রচলনের দেড় দশক পেরলেও ইংল্যান্ডের বিপক্ষে ছোট সংস্করণে খেলেনি বাংলাদেশ। দুদলেরই অপেক্ষা ফুরাচ্ছে। বিশ্বকাপের মঞ্চে বুধবার থ্রি লায়ন্সদের মুখোমুখি হবে টিম টাইগার্স। আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল চারটায়।

সুপার টুয়েলভে দুদলই খেলেছে একটি করে ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে শুরু করেছে ইয়ন মরগানের দল। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের দল শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ তৈরি করেও সহজ দুটি ক্যাচ মিসের মাশুল গুণে ম্যাচ হাতছাড়া করেছে।

টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান দল ইংল্যান্ড। বাংলাদেশের বর্তমান অবস্থান অষ্টম। ইংলিশদের অবশ্য ভয় করছে না টিম টাইগার্স। ম্যাচের আগেরদিন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন, ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে দেয়া দলটির বিপক্ষে সাহস নিয়ে খেলবে দল।

‘জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্নটা আশ্চর্যের। অবশ্যই যেকোনো দলকে আমরা হারাতে পারি, এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি। বাছাইয়ে কঠিন গ্রুপ পেরিয়ে এসেছি। সেখানে একটু স্নায়ু চাপও ছিল। এখন আমরা মূলপর্বে এসেছি। আমরা এখানে শুধু সংখ্যা বাড়াতে আসিনি। আমরা বিশ্বাস করি, নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি।’

‘আমরা বিশ্বকাপের কোনো দলকে ভয় পাই না। ইংল্যান্ড খুবই শক্তিশালী ব্যাটিং দল। ওরা আগ্রাসী ক্রিকেট খেলবে। আমরা এখানে এসেছি প্রতিযোগিতা করতে, জিততে। এটাই করার চেষ্টা করব।’