
স্নেহ রানা।
ভারতের হয়ে প্রথম এবং বিশ্বের চতুর্থ নারী ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে ফিফটি ও চার উইকেট শিকারের রেকর্ড গড়েছেন স্নেহ রানা। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৮ নম্বরে ব্যাট করতে নেমে তার খেলা ৮০ রানের দুর্দান্ত ইনিংসটি দলকেও ম্যাচ হারা থেকে রক্ষা করেছে। সেই সঙ্গে নবম উইকেটে শতাধিক রান জুটি।
প্রথমে ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩৯৬ রান করে ডিক্লেয়ারের ঘোষণা দেয় ইংল্যান্ড। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসেই চার উইকেট শিকার করেন স্নেহ রানা। এরপর ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি ভারত। তবে ওপেনিং জুটি ভেঙে যাওয়ার পর একে একে সাজঘরে ফেরেন বাকিরা। ২৩১ রানেই অলআউট।
তাদের ফলোঅন করায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসেও বড় বিপর্যয়ের সামনে পড়ে ভারতীয়রা। ১৯৯ রানে পৌঁছাতেই নেই ৭ উইকেট। মাঠে আসেন স্নেহ রানা। ১৫৪ বল খেলে ৮০ রান করে অপরাজিত থাকেন তিনি। ক্রিজের অপর পাশ ধরে রাখেন তানিয়া। ৮৮ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এই জুটি থেকে আসে ১০৪ রান। অবশেষে হারের লজ্জা টপকে ম্যাচ ড্র করে তারা।
নবম উইকেটে বা টেল এন্ডারে ১০০-র বেশি রান আসে এই জুটি থেকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশ্বের দ্বিতীয় জুটি হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন ভারতীয় মহিলা দলের দুই তনয়া। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা এবং চামিন্ডা ভাস জুটির। ২০০৬ সালে লর্ডসে এই জুটি টেলএন্ডারে নেমে ১০০-র বেশি রান করেছিল।
দেহরাদুনের দরিদ্র এক কৃষক পরিবারে জন্ম ২৭ বছর বয়সী স্নেহ'র। মাস দুয়েক আগে তার বাবা ভগবান সিং রানা হার্ট অ্যাটাকে মারা যান।