Joy Jugantor | online newspaper

এনরিকের সঙ্গে ঐতিহাসিক আজীবন চুক্তি করতে যাচ্ছে পিএসজি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৫০, ২৩ ডিসেম্বর ২০২৫

এনরিকের সঙ্গে ঐতিহাসিক আজীবন চুক্তি করতে যাচ্ছে পিএসজি

এনরিকের সঙ্গে ঐতিহাসিক আজীবন চুক্তি করতে যাচ্ছে পিএসজি

কাড়িকাড়ি টাকা ঢেলেও বহুল কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারেনি পিএসজি। তবে একজন এসেই প্যারিসের জায়ান্টদের সর্বোচ্চ সাফল্য এনে দিয়েছেন। অধরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিয়েছেন। এবার সেই কোচ লুইস এনরিককে যোগ্য সম্মান দিতে যাচ্ছে ফরাসি ক্লাবটি। ৫৫ বছর বয়সী লুইস এনরিকের সঙ্গে  নজিরবিহীন এক চুক্তির কথা ভাবছে পিএসজি। ইউরোপ চ্যাম্পিয়নরা এনরিকের সঙ্গে ঐতিহাসিক আজীবন চুক্তির পরিকল্পনা করছে। এক প্রতিবেদন এমনটাই জানিয়েছে, স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস।পিএসজির সঙ্গে এনরিকের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। তবে তার আগেই নতুন প্রস্তাব দিতে চায় ক্লাবটি।

দিয়ারিও- এর প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজি কর্তৃপক্ষ ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে’ এমন একটি দীর্ঘমেয়াদি চুক্তি, যাকে বলা হচ্ছে ‘আজীবন চুক্তি’।প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে এনরিকের পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্ট ক্লাবের শীর্ষ কর্মকর্তারা। তারা চান, যতদিন সম্ভব তিনিই ফরাসি জায়ান্টদের নেতৃত্ব দিন। পিএসজির ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখা হচ্ছে এনরিককে।গত মৌসুমে এনরিকের নেতৃত্বেই পিএসজি ইতিহাসে প্রথমবারের মতো  চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে পিএসজি। ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটি তাদের ইতিহাসে প্রথম ‘ট্রেবল’ জয়েরও কীর্তি গড়ে।