Joy Jugantor | online newspaper

২৭ বছর পর করদাতাকে বকেয়া পরিশোধের নোটিশ দিল এনবিআর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৫, ২২ ডিসেম্বর ২০২৫

২৭ বছর পর করদাতাকে বকেয়া পরিশোধের নোটিশ দিল এনবিআর

২৭ বছর পর করদাতাকে বকেয়া পরিশোধের নোটিশ দিল এনবিআর

দীর্ঘ ২৭ বছর পর এক করদাতাকে বকেয়া পরিশোধের নোটিশ দিল জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে জরিমানা আরোপসহ ব্যাংক হিসাব জব্দের হুঁশিয়ারি দেয় কর বিভাগ।গত ৭ ডিসেম্বর এনবিআরের নোটিশে ১৯৯৭-৯৮ কর বছরের ২৭ হাজার ৫৩৪ টাকা আয়কর ও ৪ হাজার ১৩১ টাকা সুদসহ মোট ৩১ হাজার ৬৭৪ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া অন্যান্য বছরসহ মোট ৩৪ হাজার ৪৬৮ টাকা পরিশোধের কথা জানানো হয়।আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বকেয়া কর পরিশোধ না করলে জরিমানা আরোপ করার পাশাপাশি ওই করদাতার ব্যাংক হিসাব জব্দের হুঁশিয়ারি দেওয়া হয়।

তবে এত দীর্ঘ সময় পর কর বিভাগের নোটিশ পাঠানোর ঘটনাকে চরম অদক্ষতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক আশরাফ হোসাইন খান বলেন, ‘কোনো করদাতা থেকে কর পাওনা থাকলে তা চার থেকে পাঁচ বছরের মধ্যেই নিষ্পত্তি হওয়ার কথা। আয়কর আইন অনুযায়ী, করদাতার মৃত্যু হলেও তার উত্তরাধিকারীদের কাছ থেকে ওই কর আদায়ের বিধান রয়েছে।’জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর-টিআইএন রয়েছে। এর মধ্যে নিয়মিত রিটার্ন জমা দেন মাত্র ৪৫ লাখ করদাতা।