Joy Jugantor | online newspaper

শীতের তীব্রতায় বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫১, ২২ ডিসেম্বর ২০২৫

শীতের তীব্রতায় বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন

শীতের তীব্রতায় বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন

গত দুই দিন ধরে সিরাজগঞ্জে কনকনে ঠান্ডা বাতাস এবং তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশার চাদরে ঢাকা আকাশে দুই দিন ধরে সূর্যের দেখা নেই।শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কনকনে বাতাস বইছে। এতে হতোদরিদ্র ও খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে থাকা মানুষ তীব্র শীতে কাবু হয়ে যাচ্ছেন। শীতের তীব্রতা কমানোর জন্য খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করা হলেও তাপমুক্তি পাওয়া যাচ্ছে না।শীত বেড়ে যাওয়ায় বোরো ধানের বীজতলা প্রস্তুতি এবং জমি চাষাবাদে কৃষকরা বেগ পেতে করছেন। দিনমজুর এবং চরাঞ্চলের খেটে খাওয়া মানুষ তীব্র শীতে জীবন চালিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যেই ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি, যারা শীতজনিত সমস্যায় ভুগছেন।সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। শীত প্রবাহের কারণে শীতবস্ত্রের দোকান এবং ফুটপাতে পুরনো কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।এদিকে কুয়াশার কারণে সড়কে যানবাহনের চলাচলও ব্যাহত হচ্ছে। নৌপথ ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে, ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।চরাঞ্চলের চরনাটিপাড়া গ্রামের খলিল মিয়া (৬০) বলেন, খুব ঠান্ডা বাতাসে বাইরে বের হওয়া কঠিন। কিন্তু কাজ করতে তো হবে।" অটো রিক্সা চালক আবু সাইদ জানান, "তীব্র শীতের কারণে অল্প সময় রিক্সা চালানোও কষ্টকর।