Joy Jugantor | online newspaper

বগুড়া থেকে খেলেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৫০, ২২ ডিসেম্বর ২০২৫

বগুড়া থেকে খেলেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া থেকে খেলেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকায় তাদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন নেতা-কর্মীরা।রোববার দুপুর ১টার দিকে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতা-কর্মীরা। পরে দুপুর ২টায় জেলার নির্বাচন কমিশনে বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

মনোনয়ন সংগ্রহ করার পর বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘আমরা নির্বাচনী আচরণবিধি মেনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছি এবং পরবর্তীতে তাঁর অনুপস্থিতিতে আমরাই মনোনয়ন জমা দেব। তারেক রহমান বগুড়ায় আসবেন তবে কবে আসবেন সেই তারিখ এখনও ঠিক হয়নি।’বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘কেন্দ্র থেকে ঘোষণা এসেছে বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। তাই আমরা বগুড়া-৭ আসন থেকে তাঁর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছি। এর পর কেন্দ্রের সঙ্গে ও তারেক রহমানের সঙ্গে আলোচনা করে কবে কোথায় জমা দেব সেটি জানিয়ে দেওয়া হবে।’বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।