Joy Jugantor | online newspaper

নায়ক রিয়াজের মৃত্যুর গুজব, যা জানা গেল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৩, ২৪ ডিসেম্বর ২০২৫

নায়ক রিয়াজের মৃত্যুর গুজব, যা জানা গেল

নায়ক রিয়াজের মৃত্যুর গুজব, যা জানা গেল

হঠাৎ ঢালিউডের জনপ্রিয় অভিনেতা রিয়াজের মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তার মৃত্যুর খবরে অনুরাগীদের কপালে চিন্তার ভাজ।রিয়াজের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি গণমাধ্যমকে বলেন, ‘এমনটা হওয়ার কথা না। মন কিছু হয়ে থাকলে এতক্ষণে তোলপাড় হয়ে যেত।’গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে চলে যান রিয়াজ। তার বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে ঢালিউড পাড়ায় গুঞ্জন রয়েছে, তিনি ভারতে আশ্রয় নিয়েছেন।

আবার কারও মতে, তিনি দেশের কোথাও আত্মগোপন করে আছেন। রিয়াজের ব্যক্তিগত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।নব্বইয়ের দশকের শেষ দিক থেকে টানা দুই যুগ ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কদের একজন রিয়াজ। জসিম অভিনীত ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন।২০২২ সালের ২৩ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘অপারেশন সুন্দরবন’ ছিল তার অভিনীত সর্বশেষ সিনেমা। এরপর আর নতুন কোনো কাজে দেখা যায়নি।