Joy Jugantor | online newspaper

সোনাতলায় বিস্ফোরক মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৫:৫৪, ২২ ডিসেম্বর ২০২৫

সোনাতলায় বিস্ফোরক মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সোনাতলায় বিস্ফোরক মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় বিএনপি কর্মীকে মারপিট, দলীয় কার্যালয় ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তেকানী চুকাইনগর ইউনিয়নের মহেষপাড়া গ্রামের আব্দুল ছাত্তার ব্যাপারীর ছেলে আওয়ামী লীগ নেতা মো. বাবু মিয়া (৪২) কে গ্রেপ্তার করা হয়। তিনি বিএনপি কর্মীকে মারপিট ও বিস্ফোরণ ঘটানোর মামলার আসামি।

একই রাতে আরেক অভিযানে উপজেলার পাকুল্লা ইউনিয়নের সাতবেকী গ্রামের মৃত মায়েজ উদ্দিন ফকিরের ছেলে আওয়ামী লীগ নেতা মো. জাংগু মিয়া (৫১) কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বালুয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার আসামি বলে জানায় পুলিশ।গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার (২০ ডিসেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।