Joy Jugantor | online newspaper

ফিফা র‌্যাংকিংয়ে অনড় হামজা-সামিতরা 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:১১, ২৩ ডিসেম্বর ২০২৫

ফিফা র‌্যাংকিংয়ে অনড় হামজা-সামিতরা 

ফিফা র‌্যাংকিংয়ে অনড় হামজা-সামিতরা 

ফিফা র‍্যাংকিংয়ে অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ। সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা প্রকাশিত সবশেষ র‍্যাংকিংয়ে গত মাসের মতো ১৮০ তম অবস্থানেই রয়েছে হ্যাভিয়ের কাবরেরার দল।গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের পর আর কোনো ফিফা উইন্ডো ছিল না। তাই ম্যাচ না র‌্যাংকিংয়েও সেভাবে প্রভাব পড়েনি।

বাংলাদেশের মতো র‌্যাংকিংয়ে শীর্ষস্থানগুলোও অপরিবর্তিত রয়েছে। স্পেন প্রথম, আর্জেন্টিনা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ ও ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। গত নভেম্বরে উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে নেপালের বিপক্ষে খেলেছিল হামজা চৌধুরী-সামিত সোমরা। সেই ম্যাচ ২-২ গোলে ড্র করেছিল বাংলাদশ। নভেম্বর প্রকাশিত র‌্যাংকিংয়ে ফিফা বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ প্রদর্শন করেনি। বাফুফে ফিফা এবং এএফসিকে বিষয়টি জানায়। দুই প্রতিষ্ঠানই ডিসেম্বর মাসের র‌্যাংকিংয়ে সেটি সমন্বয়ের কথা বলেছিল।র‌্যাংকিংয় অপরিবর্তিত থাকলেও নেপাল ম্যাচের প্রভাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট খানিকটা কমেছে। নভেম্বর মাসে ছিল ৯১১.১৯ পয়েন্ট সেটা ডিসেম্বরে হয়েছে ৯১১.১০। ১৭৯ তম অবস্থানে থাকা কম্বোডিয়ার অবস্থান ৯১১.৫৪ পয়েন্ট।