Joy Jugantor | online newspaper

মেসির ইতিহাস গড়ার দিনে জয় পেলো মায়ামি

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১৫:০৭, ১০ জুলাই ২০২৫

মেসির ইতিহাস গড়ার দিনে জয় পেলো মায়ামি

মেসির ইতিহাস গড়ার দিনে জয় পেলো মায়ামি

আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর থেকে একের পর এক রেকর্ড করেই চলছেন লিওনেল মেসি। এবার আরও একটি ইতিহাস গড়েছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 

এমএলএসের ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করলেন তিনি।  মেসির ইতিহাস গড়ার দিনে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।বৃহস্পতিবার (১০ জুলাই) ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ইন্টার মায়ামিকে প্রথমার্ধেই দ্বিগুণ লিড পাইয়ে দেন এলএমটেন। ম্যাচের ৮০ মিনিটে কার্লেস গিল নিউ ইংল্যান্ডের পক্ষে এক গোল করে ব্যবধান কমান। ম্যাচে অবশ্য দুই দলের লড়াই ছিল প্রায় সমানে সমান। মায়ামি ৫৬ শতাংশ পজেশন নিয়ে ১৩টি শট নেয় (লক্ষ্যে ছিল ৩টি)। বিপরীতে ১৬ শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে পারে নিউ ইংল্যান্ড রেভল্যুশন।

মেসির উজ্জ্বল দিনে মায়ামি ঘরোয়া প্রতিযোগিতায় টানা চার ম্যাচে জয় নিশ্চিত করেছে। এ ছাড়া এমএলএসের চলতি মৌসুমে সর্বশেষ পাঁচ ম্যাচেই অপরাজেয় থাকল ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচের ২৭ মিনিটে মায়ামির পক্ষে গোলের সূচনা করেন মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে হেড দিয়ে মেসির পায়ে তুলে দেন। ডি বক্সের ভেতরে দৌড়ে ঢুকে এক শটে জালে ঠিকানা খুঁজে নেন তিনি। ১১ মিনিট পর নিজের ও দলের লিড দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন মহাতারকা। কয়েকজনের মাঝখান দিয়ে তাকে রক্ষণচেরা পাস বাড়ান সার্জিও বুসকেটস। বক্সের মাথা থেকে নেওয়া মাটি কামড়ানো শটে মেসি প্রতিপক্ষ গোলরক্ষককে সফলভাবে ফাঁকি দিয়েছেন।

ম্যাচে ফেরার একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারছিল না নিউ ইংল্যান্ড। ফিনিশিংয়ের দুর্বলতায় তাদের অপেক্ষা ৮০ মিনিট পর্যন্ত দীর্ঘায়িত হয়। টমাস অ্যাভিলেস ড্রিবলিং করে বল বাড়ান কার্লেস গিলকে, জোরালো শটে ব্যবধান কমান তিনি। এরপর আর সমতায় ফেরার মতো কার্যকর কিছু করতে পারেনি স্বাগতিক দলটি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে মায়ামির অবস্থান পাঁচ নম্বরে। তাদের পয়েন্ট ১৮। সাত পয়েন্টের ব্যবধানে সবার শীর্ষ এফসি সিনসিনাতি। যদিও মায়ামি তাদের সামনে থাকা চার দলের চেয়ে তিন ম্যাচ কম খেলেছে।