Joy Jugantor | online newspaper

‘কোন ষড়যন্ত্র-চক্রান্ত দেশের অগ্রগতি স্তব্ধ করতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২২:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৩

‘কোন ষড়যন্ত্র-চক্রান্ত দেশের অগ্রগতি স্তব্ধ করতে পারবে না’

সোমবার বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ম. আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক বলেছেন,কোন ষড়যন্ত্র চক্রান্ত দেশের অগ্রগতি স্তব্ধ করতে পারবে না। দেশের মানুষ শান্তি ও সমৃদ্ধি চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে গণরায় দিয়ে নির্বাচিত করবেন। বিএনপি জোটের একদফা আন্দোলনে দেশের জনগণের সমর্থন নেই। আন্দোলনের নামে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করছে।

সোমবার বিকেলে বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি আরও বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। প্রতিটি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন নিশ্চিত করেছেন। তাঁর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র ধূলিষ্মাৎ করতে হবে।  এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে তৃণমূল নেতাকর্মীদের আহ্বান জানান।

সোনাতলা পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় পৌর শাখার সভাপতি মশিউর রহমান রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনাতল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবর রহমান বুলু, সাবেক সহ-সভাপতি শ্রী রাজেন্দ্র প্রসাদ, মো. রস্তম আলী মন্ডল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মন্ডল, তেকানি চুকাই নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জাহেদুল ইসলাম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, সোনাতলা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন দুলু প্রমুখ।