Joy Jugantor | online newspaper

জিএম কাদের করোনা আক্রান্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৪, ১৬ জানুয়ারি ২০২২

জিএম কাদের করোনা আক্রান্ত

গোলাম মোহাম্মদ কাদের। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। 

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল ১৫ জানুয়ারি করোনা পরীক্ষা করলে, আজ রোববার (১৬ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি ভালো আছেন, সুস্থ আছেন।

এই তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তি‌নি জানান, জাতীয় পার্টি চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উত্তরা নিজ বাসভবনে বিশ্রামে আছেন। নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন। 

Add