Joy Jugantor | online newspaper

শেরপুরে বন্যাদুর্গত ২০টি পরিবারের মাঝে

বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর ত্রাণ বিতরণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৩, ১৪ আগস্ট ২০২৫

বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর ত্রাণ বিতরণ

শেরপুরে বন্যাদুর্গত ২০টি পরিবারের মাঝে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর ত্রাণ বিতরণ

বগুড়ার শেরপুর পৌরসভার পূর্ব ঘোষপাড়ায় করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করায় অন্তত ১৫টি পরিবার বাড়িঘর ছেড়ে স্থানীয় একটি স্কুলে আশ্রয় নিয়েছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত এসব পরিবার চরম দুর্ভোগে পড়েন।

বিষয়টি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে সাবেক সংসদ সদস্য জিএম সিরাজের ছেলে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর নজরে আসে। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তিনি নিজ অর্থায়নে শেরপুরে বন্যাদুর্গত ২০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও শুকনো খাবার। এ সময় উপস্থিত ছিলেন, 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম,পৌর তিন নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি আলাউদ্দিন,  বগুড়া জেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্যর বিশেষ প্রতিনিধি সম্রাট, চাল,ডাল, আলু, তেল, লবন,ত্রাণ গ্রহণকারী পরিবারগুলো বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত স্থায়ী সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানান।