Joy Jugantor | online newspaper

শেষ হচ্ছে না ‘পুষ্পা’র গল্প, আসবে তৃতীয় কিস্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৯, ৩ এপ্রিল ২০২৪

শেষ হচ্ছে না ‘পুষ্পা’র গল্প, আসবে তৃতীয় কিস্তি

পুষ্পা দ্য রুল সিনেমার শুটিংয়ে নির্মাতার সঙ্গে আল্লু অর্জুন। ছবি : এক্স

দক্ষিণ ভারতের সিনেমা ‘পুষ্পা’ ২০২১ সালে মুক্তির পর দর্শকমহলে রীতিমতো ঝড় তুলে। বক্স অফিসেও দেখায় দাপট। সিনেমার পরবর্তী সিকুয়াল ‘পুষ্পা দ্য রুল’ নিয়ে তাই ভক্তদের আগ্রহের কমতি নেই। ধারণা ছিল সিনেমাটি দ্বিতীয় কিস্তিতেই গল্পের সম্পাতি হবে। তবে না আসবে তৃতীয় কিস্তিও। খবর : নিউজ১৮

এ বছরের আগস্টে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমাটি মুক্তি পাবে। তাই শুটিংয়ের কাজ অনেকটাই শেষের দিকে। এমন সময় ভারতীয় গণমাধ্যমে জানানো হয় এটি একটি ট্রিলজি হতে যাচ্ছে। সিনেমার তৃতীয় কিস্তি আসবে।

নিউজ ১৮-তে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানান, ‘‘পুষ্পা’চরিত্রটি ইতোমধ্যেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এটি এমন একটি চরিত্রে রূপ নিয়েছে যাকে এখনই সমাপ্তি করলে দর্শক কষ্ট পাবেন। তাই তাদের ভালোবাসার কথা চিন্তা করেই দ্বিতীয় পর্বে পুষ্পারাজ চরিত্রটি শেষ হচ্ছে না। এটিকে ট্রিলজিতে রূপান্তর করতে চান নির্মাতা। তাই দ্বিতীয় সিনেমার গল্পই ‘পুষ্পা’ শেষ গল্প নয়।’

নির্মাতা সুকুমারের ‘পুষ্পা’ সিনেমার থেকে ‘পুষ্পা: দ্য রুল’-বাজেট দ্বিগুণ করা হয়েছে। সূত্রের তথ্যমতে সিনেমার শুটিং জুনের শেষের দিকে সম্পন্ন হবে। সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল, জগদীশ প্রতাপ বান্ডারি, প্রকাশ রাজ, সুনীল প্রমুখ। প্রযোজনায় মাইথ্রি মুভি মেকারস।