Joy Jugantor | online newspaper

কলেজেই কঙ্গনা জানতে পেরেছেন তার ভবিষ্যত!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫২, ২২ মার্চ ২০২৩

কলেজেই কঙ্গনা জানতে পেরেছেন তার ভবিষ্যত!

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত একের পর এক ছবি করে সকলের নজর কেড়েছেন। তবে শেষ কয়েকটি ছবি পর-পর ফ্লপ করায় রীতিমত অস্বস্তিতে ছিলেন তিনি। বারে বারে প্রতিবাদ করে জানিয়েছিলেন, তাকে কোণঠাঁসা করে দেওয়া হচ্ছে। 

kangana

সম্প্রতি ইন্সট্রাগ্রামে একটি পোস্ট শেয়ার করে  কঙ্গনা জানিয়েছেন বলিউডে জায়গা করতে কম লড়াই করতে হয়নি তাকে। নিজেকে প্রমাণ করতে প্রতিবাদও করেছেন তিনি। তবে মাটি ছাড়েননি এক চুলও।

এছাড়া কঙ্গনা রানাউত তার কলেজ জীবনের স্মৃতিচারন করে লিখেছেন, কলেজ লাইফের প্রথম দিনেই জানতে পেরেছিলেন তিনি অভিনেত্রী হতে চলেছেন। তিনি জানান তার অধ্যক্ষ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কঙ্গনা দর্জির তৈরি পোশাক পরেই চলচ্চিত্র তারকা হয়ে উঠবেন।

kanga

এছাড়া প্রতিবেদন অনুসারে স্মৃতির পাল্টা উল্টে কঙ্গনার কথায়- প্রিন্সিপাল আমাকে কাছে ডেকে জানতে চান পোশকটা কোথা থেকে কিনেছি।   উত্তরে বলেছেলাম আমি নিজে ডিজাইন করে দর্জিকে দিয়ে বানিয়েছিলাম। প্রিন্সিপাল তখন অমাকে জড়িয়ে ধরে বলেছিলেন একদিন তুমি অনেক বড় অভিনেত্রী হবে। আজ তা বাস্তব।

বর্তমানে কঙ্গনা তার নিজের পরিচালিত এমার্জেন্সি ছবি নিয়ে ব্যস্ত।