Joy Jugantor | online newspaper

ফের করোনায় আক্রান্ত পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৪, ২২ জানুয়ারি ২০২২

ফের করোনায় আক্রান্ত পূর্ণিমা

অভিনেত্রী পূর্ণিমা। ছবি: ফেসবুক

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

সেই পোস্টে পূর্ণিমা লেখেন, ‘কোভিড পজিটিভ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন মুখে মাস্ক পরিহিত একটি ইমো।

এর আগে ২০২০ সালের অক্টোবরে করোনায় আক্রান্ত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী।

সবশেষ গত ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া চিরঞ্জীব মুজিব সিনেমায় দেখা গেছে পূর্ণিমাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত এই সিনেমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Add