Joy Jugantor | online newspaper

সন্তান দত্তক নিয়েছেন যেসব বলিউড অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০২:২৩, ২৮ নভেম্বর ২০২১

সন্তান দত্তক নিয়েছেন যেসব বলিউড অভিনেত্রী

ফাইল ছবি।

বলিউডের অনেক অভিনেত্রীই সন্তান দত্তক নিয়েছেন। তবে তারা পৃথক পৃথক সময়ে দত্তক নিয়েছেন। কেউ ২১ বছর বয়সে, আবার কেউ ২৮ বছর বয়সে। এভাবে সন্তান দত্তক নিয়েই মা হয়েছেন অনেক বলি তারকা।

অভিনেত্রী স্বরা ভাস্কর সন্তান দত্তক নিতে যাচ্ছেন। ক’দিন আগেই ভারতীয় এক সংবাদমাধ্যমকে এ কথা জানান স্বরা। সিদ্ধান্ত নিলেও এখনো অফিসিয়াল কাজকর্ম প্রাথমিক স্তরে রয়েছে।

অভিনেত্রী রাভিনা টেন্ডন ১৯৯২ সালে ‘পাত্থর কে ফুল’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন। মাত্র ২১ বছর বয়সে পূজা ও ছায়া নামে দুই মেয়েকে দত্তক নেন তিনি।

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হুঁ না‘ দ্বারা খ্যাতি লাভ করেন সুস্মিতা সেন। তিনি ২৪ বছর বয়সে প্রথম সন্তান রেনেকে দত্তক নেন। এছাড়াও তার একটি কন্যা সন্তান রয়েছে। আর তিনি সিঙ্গেল মাদার। এ নিয়ে অবশ্য প্রথমাবস্থায় বেশ আইনি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে তাকে।

হার্ট থ্রব অভিনেত্রী সানি লিওন সারোগেসির মাধ্যমে দুই ছেলের জন্ম দিয়েছেন। আর মেয়ে নিশাকে দত্তক নিয়েছেন তিনি।

ভারতীয় অভিনেত্রী মন্দিরা বেদীর এক ছেলে রয়েছে। এরপরও কন্যা সন্তানের শখ থাকায় তারাকে দত্তক নেন তিনি।

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক প্রীতি জিনতা ৩৪ বছর বয়সে এক অনাথ আশ্রম থেকে ৩৪ জন মেয়েকে দত্তক নেন। সম্প্রতি তিনি নিজেও মা হয়েছেন।