Joy Jugantor | online newspaper

অনাকাঙ্খিত ঘটনা রুখতে চলচ্চিত্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৭, ২৪ নভেম্বর ২০২১

অনাকাঙ্খিত ঘটনা রুখতে চলচ্চিত্র

থিয়েটারকর্মী লাবনী

মাঝে মাঝে সংবাদপত্রের পাতা খুললেই দেখা যায় আত্মহত্যার সংবাদ। এমন অনাকাঙ্খিত ঘটনা রুখতে এবার এমন এক গল্প নিয়ে আত্মহত্যাবিরোধী চলচ্চিত্র নির্মিত হচ্ছে।

‘জীবন পাখি’ শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করছেন আসাদ সরকার। মূল চরিত্রে অভিনয় করবেন থিয়েটারকর্মী লাবনী। এরই মধ্যে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এদিকে প্রথম চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে লাবনী বলেন, ‘থিয়েটার দিয়ে আমার অভিনয়ের হাতেখড়ি হয়। প্রথম থেকেই ইচ্ছে ছিল ভিন্ন ঘরানার গল্পে কাজ করার। ‘জীবন পাখি’র গল্প শুনে মনে হয়েছিল বেশ ভিন্নতা আছে এতে। দেশের প্রথম আত্মহত্যাবিরোধী চলচ্চিত্রের অংশ হতে পারা অবশ্যই গর্বের ও আনন্দের ব্যাপার।প্রথম চলচ্চিত্র হিসেবে প্রচন্ড চাপ নিয়ে কাজ করতে হয়েছে, কারণ মায়া চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল।

দেশবরেণ্য অভিনয় শিল্পীদের সাথে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা নিঃসন্দেহে চমৎকার ছিল। টিমের মধ্যে আমি বোধহয় মোস্ট জুনিয়র আর্টিস্ট ছিলাম। সেই জায়গা থেকে সবার অনেক সাপোর্ট পেয়েছি যার ফলে কাজ অনেক সহজ হয়ে গিয়েছিল।’

জলছবি মিডিয়া প্রযোজিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, মোহনা মীম, সুজন হাবীব, ফাতেমা তুজ জোহরা, আব্দুল আজিজ, আবু হেনা রনিসহ অনেকে।