‘কিং’ আসছে বছর শেষে
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরেই। অবশেষে অপেক্ষার ইতি টেনে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন বলিউড বাদশাহ।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশিত সিনেমাটির নতুন ঝলকের মাধ্যমে জানানো হয়, আগামী বছরের বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত সিনেমা।স্যোশাল মিডিয়ায় ৪৫ সেকেন্ডের একটি টিজার শেয়ার করে নিজেই ছবিটির মুক্তির দিন ঘোষণা করেন শাহরুখ খান।প্রকাশিত ঝলকে শাহরুখ খানকে একেবারে ভিন্ন ও বিধ্বংসী অবতারে দেখা গেছে।
তুষারাবৃত পাহাড়ের পটভূমিতে রক্তাক্ত মুখ ও তীক্ষ্ণ দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা শাহরুখের উপস্থিতি মুহূর্তেই দর্শকদের নজর কেড়েছে। ভিডিওতে তাকে গর্জন করে বলতে শোনা যায়, ‘গর্জনের সময় এসে গেছে।’পাশাপাশি টিজারের স্ক্রিনে ভেসে ওঠে একটি বার্তা—‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’। এই সংলাপ ও ভিজ্যুয়াল মিলিয়ে সিনেমাটির গল্প যে অ্যাকশন ও থ্রিলারে ভরপুর হতে যাচ্ছে, তারই ইঙ্গিত মিলেছে।টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, ‘কিং’ সিনেমায় শাহরুখ খান আবারও তার চেনা ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজে ফিরছেন।
বিশেষ করে তার চোখের ভাষা, শারীরিক ভঙ্গি এবং দৃশ্যায়নের স্টাইল দর্শকদের মাঝে আলাদা উত্তেজনা তৈরি করেছে।সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার বড় আকর্ষণ হলো, এতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। বাবা-মেয়ের এই জুটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এছাড়া শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’—টানা তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে তিনি ফিরছেন ‘কিং’ সিনেমার মাধ্যমে। এই দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন হওয়ায় ভক্তদের আগ্রহ স্বাভাবিকভাবেই তুঙ্গে।
