Joy Jugantor | online newspaper

সি পার্লের মুনাফা বেড়েছে ৩৮৬ শতাংশ

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২২:৪৯, ৩১ জানুয়ারি ২০২৩

সি পার্লের মুনাফা বেড়েছে ৩৮৬ শতাংশ

ছবি: সংগৃহীত।

পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২২২) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৮৬ শতাংশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাস বা অর্ধবার্ষিকে নিট মুনাফা ৪২ কোটি ২৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩.৫০ টাকা হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল নিট মুনাফা ৮ কোটি ৬৯ লাখ টাকা বা ইপিএস ০.৭২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ২.৭৮ টাকা বা ৩৮৬ শতাংশ।

এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে নিট মুনাফা ২৬ কোটি ৯০ লাখ টাকা বা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২.২৩ টাকা হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল নিট মুনাফা ৯ কোটি ৭৪ লাখ টাকা বা ইপিএস ০.৮১ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১.৪২ টাকা বা ১৭৫ শতাংশ।

২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.১৭ টাকায়।