Joy Jugantor | online newspaper

ডিজিটাল সেবার মান বাড়াতে রংপুরে ট্যাপের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ২১:০৩, ১৩ অক্টোবর ২০২১

ডিজিটাল সেবার মান বাড়াতে রংপুরে ট্যাপের প্রশিক্ষণ

ট্রাষ্ট ব্যাংক লিমিটেড ও আজিয়াটা ডিজিটালের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ।

মোবাইল ব্যাংকিং সেবা ট্রাষ্ট আজিয়াটা পে (ট্যাপ) এর উদ্যোগে রংপুরে এক দিনব্যাপী কর্মশালা হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুরের আরডিআরএসের হলরুমে ট্রাষ্ট ব্যাংক লিমিটেড ও আজিয়াটা ডিজিটাল যৌথভাবে  এই কর্মশালার আয়োজন করে।

এতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের ৩০ জন ডিএসআর প্রশিক্ষণ নেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সনদ বিতরণীতে উপস্থিত ছিলেন ট্রাষ্ট আজিয়াটা পে (ট্যাপ) এর রাজশাহী এবং রংপুর রিজিওনের রিজিওনাল ম্যানেজার মো. আয়াজ আহম্মেদ সিদ্দিক, এরিয়া ম্যানেজার মোঃ মাহমুদ আল আইয়ুবী ও টেরিটরি ম্যানেজার মোঃ রায়হান সিদ্দিক। 

এ ছাড়াও অনুষ্ঠানে রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার ডিস্ট্রিবিউশন মালিকরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রশিক্ষণের আয়োজকরা জানান, ভবিষ্যৎ এ ট্যাপ এর মাধ্যমে ডিজিটাল সেবাসমূহ মানুষের দোরগোড়ে পৌঁছে দেয়ার পাশাপাশি একটি যুগোপযোগী মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠিত করার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়।