Joy Jugantor | online newspaper

নাটোরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ২৭ মে ২০২৪

নাটোরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে রাহিম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গত রোববার বিকেল আনুমানিক ৫টায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের নারায়নপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিশু এলাকার মো. মানিক হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শিশু রাহিম বাড়ির উঠানে খেলাধুলার ফাঁকে পরিবারের সদস্যদের অজান্তেই বাড়ির পাশে পুকুরে পরে ডুবে যায়।

খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুর দেহ ভেসে উঠে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।