Joy Jugantor | online newspaper

বগুড়ায় উপজেলা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬, ১৬ মার্চ ২০২৩

বগুড়ায় উপজেলা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

বৃহস্পতিবার বগুড়ায় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি-জয়যুগান্তর

বগুড়া সদর উপজেলাধীন সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা করা হয়।

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলী।

এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের ২০৪১ ভিশন বাস্তবায়নে সকলকে একযোগে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। আন্তরিকতার সাথে নিজ নিজ দ্বায়িত্ব পালন করলে খুব অল্প সময়ে জেলায় উন্নয়ন করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। খুব দ্রুত সময়ে জনগণের মাঝে সেবা পৌঁছে দিতে জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে। আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কশিনার (গোপনীয়) নাহিয়ান মুনসীফ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান, খাদ্য কর্মকর্তা মনিরুল হক, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদসহ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম সদরের রাজাপুর ইউনিয়নের অসহায় রুবেলকে ব্যাটারি চালিত অটোরিক্সা উপহার দেন। এরপর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।