Joy Jugantor | online newspaper

বগুড়ায় অবৈধ বালুর পয়েন্টে অভিযান, খননযন্ত্র ও বালু নিলামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৩, ৯ জুন ২০২১

আপডেট: ১৫:৫৪, ৯ জুন ২০২১

বগুড়ায় অবৈধ বালুর পয়েন্টে অভিযান, খননযন্ত্র ও বালু নিলামে বিক্রি

অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

বগুড়ার গাবতলী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের পয়েন্টে অভিযান চালিয়ে খননযন্ত্র (ড্রেজারমেশিন) ও বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। পরে আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

বুধবার বিকেলে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সেখানে ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। 

এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার। তবে ওই সময় উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যান।

এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার।

তিনি বলেন, ‌‘আমরা ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু তোলার সঙ্গে জড়িতদের পাইনি। সেখানে থাকা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি খননযন্ত্র ও উত্তোলন করা বালু নিলামে বিক্রি করা হয়েছে। দুটি খননযন্ত্র ৩০ হাজার টাকায় ও বালু ২৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।’