
সান্তাহার পৌরসভা- ফাইল ছবি।
বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতাজ আলী সরকারি রিলিফ ও অর্থিক সহায়তা বিতরণের তালিকা তৈরিতে স্বজনপ্রীতি করেছেন বলে অভিযোগ উঠেছে। মমতাজ আলী পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্বেও রয়েছেন।
তার বিরুদ্ধে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ২৯জন নারী-পুরুষ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, কোভিট-১৯ মহামারি ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি রিলিফ ও অর্থিক সহায়তা প্রদানে সুবিধাভোগীদের তালিকায় কাউন্সিলর মমতাজ আলী স্বজনপ্রীতি করেছেন। তার নিজের আত্মীয়-স্বজন ও সমর্থকদের তালিকায় নাম রাখা হয়েছে। এতে খেটে খাওয়া মানুষরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা কাউন্সিলর কাছে আবেদন করেও সহায়তা পাচ্ছেন না। তাদেরকে কাউন্সিলর বলছেন, তোমরা যাকে ভোট দিয়েছো তার কাছে যাও।
জানতে চাইলে কাউন্সিলর মমতাজ আলী মুঠোফোনে বলেন, ‘বরাদ্দের অতিরিক্ত তালিকা করা সম্ভব নয়। এখনো সুবিধাভোগিদের তালিকার কাজ চলমান রয়েছে। যারা পাওয়ার যোগ্য শুধু তারাই পাবেন। তাছাড়া তালিকা করতে কোনো স্বজনপ্রীতি করা হচ্ছে না।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।