Joy Jugantor | online newspaper

বগুড়ায় ৩ লাখ জাল টাকাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২১

বগুড়ায় ৩ লাখ জাল টাকাসহ গ্রেফতার ১

উদ্ধার হওয়া জাল নোট ও মুঠোফোন।

বগুড়ার শেরপুর উপজেলায় ৩ লাখ জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।  শনিবার সন্ধ্যায় উপজেলার খামারকান্দি এলাকা থেকে তাকে জাল টাকাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মুঠোফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম আফজাল হোসেন সরকার (৬৭)। তিনি শেরপুর উপজেলার ঘোড়দৌঁড় গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল হোসেন সরকার।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) স্বজল কুমার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকাসহ আফজালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করা হয়েছে।