Joy Jugantor | online newspaper

বগুড়ায় বিএনপি অফিসে আগুন, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৪২, ১৭ জুলাই ২০২৪

বগুড়ায় বিএনপি অফিসে আগুন, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বগুড়ায় বিএনপি অফিসে আগুন, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বগুড়া জেলা বিএনপির অফিসে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টা থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে শুরু করেন। বেলা ১১টার দিকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা সমাবেশ স্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদেরকে কার্যালয় ছেড়ে চলে যাওয়ার আহবান জানান। পরে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে তিনি বলেন, ছাত্রদের আন্দোলনে বিএনপির কোনো সম্পৃক্তা নেই। মঙ্গলবার বিএনপি অফিসে কোনো নেতাকর্মী ছিল না। সন্ধ্যার পর অফিসের তালা ভেঙে যুবলীগ- ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন দেয়। তিনি বলেন, নিজেদের অফিস রক্ষা করতে না পেরে কাপুরুষের মতো বিএনপি অফিসে আগুন দেওয়া হয়।