Joy Jugantor | online newspaper

নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪৩, ৩ জুন ২০২৩

নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী।

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে হাজী কাজেমুদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২জুন) দুপুর ২ টার দিকে পৌরসভার ফোকপাল গ্ৰামে এ ঘটনা ঘটে। তিনি ফোকপাল গ্ৰামের মৃত দুখা প্রামানিকের ছেলে।

পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাঈদুল ইসলাম মিলন জানান, দুপুরে বৃদ্ধ হাজী কাজেমুদ্দিন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় তিনি পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজির করে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।