Joy Jugantor | online newspaper

নওগাঁর বদলগাছীতে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ৩১ মে ২০২৩

নওগাঁর বদলগাছীতে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বদলগাছীতে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে বদলগাছীতে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষ ও গ্র্যাজুয়েট ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন এ আয়োজন করে । 

নওগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাসিম আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম।

বদলগাছী মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রূপালী ব্যাংক নওগাঁ জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মহিদুল ইসলাম, নজিপুর সরকারী কলেজের প্রভাষক মাহমুদুল হাসান হিরো, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, তেঁতুলিয়া বিএমসি কলেজের প্রভাষক মাহবুব অর রশিদ, নওগাঁ কে.ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাবাতুল্লাহ, ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল আহমদ ও মজিদুল ইসলাম । 

পরে ২০২২ সালে ৫ম শ্রেণি থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।