
নওগাঁর সাপাহারে “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা” জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাপাহার পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও এমসিএইচ সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য প্রতিনিধি,জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করণের উপর বিশেষ গুরুত্ব রেখে কর্মশালায় বক্তব্য প্রদান করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক প্রোগ্রাম ম্যানেচার মাতৃস্বাস্থ্য বিভাগের ডা. জাহাঙ্গীর আলম প্রধান।
এসময় অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুল আজিম, সহকারী পরিচালক (সিসি) ডা. কামরুল আহসন সাপাহার অফিসের কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।