
ছবি- জয়যুগান্তর।
বগুড়ার ধুনট উপজেলায় নিমগাছি ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ধামচামা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। সম্মেলনের সভাপতিত্ব করেন নিমগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান ফিজু।
প্রধান বক্তা ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু।
আমন্ত্রিত অতিথি উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক।
এসময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম জুয়েল, ওমর আলী, যুবলীগ নেতা মাহমুদুল হাসান মিলন, শাহাদৎ হোসেন, আব্দুল হান্নান, অমৃত কুমার লিটন, মাছুম, রিংকু, শুভ, সবুজ, ইবনে সউদ, রাকিবুল ইসলাম শাকিল, মিনহাজুল ইসলাম বাবু ও মনির হোসেন।
সম্মেলনে ৭ নং ওয়ার্ডে খোরশেদ আলমকে সভাপতি ও রাকিবুল হাসান জিহাদ সাধারণ সম্পাদক এবং ৮ নং ওয়ার্ডে বিপুল মিয়াকে সভাপতি এবং রুবেল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।