Joy Jugantor | online newspaper

নওগাঁয় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২২

নওগাঁয় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

নওগাঁর মান্দায় পুকুরের পানিতে পড়ে মেঘা আক্তার এবং আসাদুল ইসলাম নামে দুই  শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে মৈনম ইউপির দূর্গাপুর এবং তেঁতুলিয়া ইউপির পিড়াকৈড় গ্রামে। এ ঘটনায় উভয় এলাকাজুড়ে শোকের মাতম চলছে। 
 
নিহত শিশু মেঘা সতীহাটের অনিক মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক অনিক হাসান রুবেলের মেয়ে এবং আসাদুল ইসলাম তেঁতুলিয়া ইউপির পিড়াকৈড় গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, নানার বাড়িতে বেড়াতে এসে সোমবার সকাল ৯ টার দিকে নানার বাড়ি থেকে বের হয়ে যায় মেঘা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যাচ্ছিলো না তাকে। এক পর্যায়ে সাড়ে ৯ টার দিকে জানা যায়, সে একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে গেছে। এরপর ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। অপরদিকে একইদিন সকাল সাড়ে ৭ টার দিকে আসাদুল নামের শিশুটিও বাড়ির পাশে একটি পুকুরে পড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ।