
ছবি : সংগৃহিত
বগুড়ার শিবগঞ্জে ১০ কেজি গাঁজাসহ সাইদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলার মুরাদপুর নামক স্থানে হামিম বাস তল্লাশী করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার সাইদুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের ঝাকুয়ারটাড়ী গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হামিম বাস তল্লাশী কালে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাইদুলের বিরুদ্ধে ২০১৮ সালের মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।