Joy Jugantor | online newspaper

গাবতলীতে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৬:৩২, ৩০ নভেম্বর ২০২১

গাবতলীতে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

বগুড়ার গাবতলীকে ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম পেস্তার ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। পেস্তা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গত শনিবার দুপুরে উপজেলার তরনীহাটে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার বালিয়াদীঘি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এর আগে গত ১৯ নভেম্বর পেস্তার ওপর হামলার ঘটনা ঘটে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউনুছ আলী ফকির।

বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ জ্যাকি, আ.লীগ নেতা মোজাম্মেল হক দুদু, বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইন, আ.লীগ নেতা রাজিবুল ইসলাম রক্তিম, যুবলীগ নেতা আলমগীর রহমান, আব্দুর রউফ গালেব, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান রিপন, মিথুন, বিপুল, লিটন, ছাত্রলীগ নেতা জনি, রাকিব, শ্রমিক লীগ নেতা আব্দুল হামিদ, কৃষক লীগ নেতা উমর ফারুকসহ আরো অনেকে । 

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজার রহমান, মোস্তাফিজার রহমান দোহা, আব্দুল হামিদ তিতু প্রমুখ। 

সমাবেশে বক্তারা ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীদের  দ্রুত গ্রেফতারের দাবি জানান।