Joy Jugantor | online newspaper

বগুড়ায় করোনায় শনাক্ত ৪, সুস্থ ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৬, ১৩ অক্টোবর ২০২১

বগুড়ায় করোনায় শনাক্ত ৪, সুস্থ ১০

ফাইল ছবি।

বগুড়ায় নতুন করে করোনা ৪ জন শনাক্ত এবং ১০ জন সুস্থ হয়েছেন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৯৩ শতাংশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে। ডেস্ক থেকে আরও জানা যায়, এই ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে করোনা সংক্রান্ত মৃত্যু ঘটেনি। 

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলায় কোনো মৃত্যু না থাকায় মোট মৃত্যুসংখ্যা এখনও ৭৯৩তে অপরিবর্তীত রয়েছে।এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৫ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

পরিসংখ্যান ডেস্ক সূত্রে জানা যায়, নতুন আক্রান্তের চার জনই বগুড়া সদর উপজেলার বাসিন্দা। 

বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২২, মোহাম্মদ আলী হাসপাতালে ৩১, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।